মাসুম, প্রতাপনগর,আশাশুনি,প্রতিনিধিঃ প্রতাপনগরের শ্রীপুর কুড়ীকাহুনিয়া লঞ্চ ঘাটের দুই ধারে আকর্ষিক বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে ! ভাঙ্গন আতংকে আতংকিত এলাকাবাসী। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় সচেতন এলাকাবাসীর। ভাঙ্গন পয়েন্ট ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ পরিদর্শন করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন। গত তিন চার দিন পূর্বে থেকে শ্রীপুর কুড়ীকাহুনিয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রায় দুইশ ফুট বেড়ীবাঁধ ভাঙ্গন দেখা দিয়েছে। বেড়ীবাঁধ ভাঙ্গনের খবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে জানালে গতকাল বিকালে নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন, নব নির্বাচিইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য শহিদুলাহ সানা, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উলাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য ভাঙ্গন সংলগ্ন শ্রীপুর কুড়ীকাহুনিয়া লঞ্চ উত্তর অংশের প্রায় ৩শ মিটার মারাত্মক ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ বেড়ীবাঁধ স্থানীয়দের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দৃষ্টিপাত কে জানান ভাঙ্গন পয়েন্ট রোধে এমার্জেন্সি ব্যাজেটে ও নতুন প্রকল্প সিএপির মাধ্যমে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ নির্মাণ করা হবে।