কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে শুক্রবার (১৮মার্চ) রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃষক তফিলুদ্দিন মোড়লের ছেলে (গাছমারার যোগাড়ী) আব্দুল গফ্ফার (৪৫) শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে যুগিখালীর টাওয়ার মোড়ে আব্দুল মাজেদ এর জমিতে গাছ মারার কাজ শুরু করে। এসময় কোন কারণ ছাড়ায় একই এলাকার মিলন, আবুল কাশেম গাজী, মাসুম বিলা, রাসেল সন্ত্রাসী কায়দায় দলবব্ধ হয়ে লোহার রড, হাতুড়ি নিয়ে এলোপাতাড়ী ভাবে আব্দুল গফ্ফার (৪৫)কে একা পেয়ে পিটিয়ে মারাক্তক জখম করে। এসময় তার ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে আব্দুল গফ্ফারকে ফেলেস তারা চলে যায়। পরে আহত গফ্ফারকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় আহত আব্দুল গফ্ফার এর ছেলে দূর্যয় হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ৪জনের নামে একটি অভিযোগ দিয়েছেন।