স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় কৃষকদের মাঝে চারা বিতরন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট খুলনা আয়োজনে গতকাল বিকালে সদরের ফিংড়ি ধুলিহর ব্রহ্মরাজপুর পার্টনার প্রকল্পের তালিকাভূক্ত বসতবাড়ীতে সবজি চাষ কর্মসূচীর আওতাধীন ১০ জন কৃষক ও কৃষাণীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য প্রত্যেক কৃষককে বারি আম-৪, বারি আম-১১, বারি লিচু-১, বারি মালটা-১, বারি পেয়ারা-২ এর ৮টি করে চারা ও ৫০ কেজি ব্রি ধান-৪৯ এর বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষকদের পারিবারিক পুষ্টির নিশ্চিতকল্পে হাঁস-মুরগি ও গবাদি পশুর ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত সদস্য পরিচালক (শস্য বিভাগ), ড. মোঃ আবদুছ সালাম, সদস্য পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. কবির উদ্দীন আহম্মেদ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, স্থানীয় পশু সম্পদ চিকিৎসক ডাঃ মোঃ হুমায়ুন কবীর, সাতক্ষীরা এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী অমরেশ চন্দ্র সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।