বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার পুলিন বাবুর হাট চত্বরে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্তারুজ্জামান বাপ্পী, এম হাফিজুর রহমান শিমুল, রবিউল ইসলাম রবি, শেখ সিরাজুল ইসলাম, মুর্শিদ গাজী, সাহাজান আলী, মারুফ বিল্লাহ, আব্দুল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাজী শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম।