বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে নিজেকে বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত করে তুলেছে। যতগুলো বিষয়ে বিশ্ব ব্যবস্থায় লাল সবুজের বাংলাদেশ আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের সফল এবং উৎপাদিত কৃষি, রবিশষ্য ও ফল ফলারী বিশ্ব বাজারে রপ্তানী। বাংলাদেশের মাঠ, আবহাওয়া, জলবায়ূ এবং ভূ-প্রকৃতি সবই কৃষি সহায়ক। আবহমান কাল যাবৎ আমাদের দেশের মাটিতে কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে সোনার ফসল উৎপাদন করে এবং কৃষি ও কৃষি উৎপাদনে কৃষকই সহায়ক ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব বাস্তবতায় যে বিষয়টি বিশেষ ভাবে কাঙ্খিত তা হলো বাংলাদেশ অর্থনীতিতে অগ্রগামী হওয়ায় দেশের কৃষি বিশেষ এবং কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষি পণ্য দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে। বিশ্বের দেশে দেশে আমাদের কৃষি পণ্য রপ্তানী পরবর্তি প্রতি বছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। কৃষি পণ্য রপ্তানী পরবর্তি দেশ কেবলমাত্র বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তা নয় বাংলাদেশ বিশ্বময় নিজের সম্মান ও মর্যাদা অর্জন করে চলেছে। আমাদের দেশের আম গত কয়েক বছর যাবৎ বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে, আম রপ্তানীর মাধ্যমে দেশ কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। আমাদের অর্থনীতির গতিপথ এবং অর্থনীতির চাকা যে ভাবে ঘুরছে যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনগুলোতে দেশ অর্থনীতিতে আরও অধিকতর এগিয়ে যাবে এমন প্রত্যাশা অর্থনীতিবিদদের।