কালিগঞ্জ প্রতিনিধিঃ বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বাংলা নববর্ষে অন্যান্য বারের ন্যায় এ বারও বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখায় শুভ হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। বছর শেষে ব্যাংক গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, বকেয়া ঋণ আদায় ও নতুনভাবে কৃষি ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষে গতকাল বেলা ১০টা থেকে দিনব্যাপি মিষ্টান্ন আপ্যায়নের মাধ্যমে হালখাতা অনুষ্ঠিত হয়। ব্যাংক ভবনে হালখাতার উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ভবসিন্ধু মন্ডল, রঞ্জিত কুমার সরকার, মহাসিন আলী, শেখ শাহজাহান কবির। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার জিএম, আরিফুজ্জামান, কর্মকর্তা রনজিত কুমার সরকার, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, রাজু আহমেদ, শওকত ওসমান, ক্যাশিয়ার শিমুল কুমার সেন, দপ্তরী শেখ দাউদ আলী প্রমুখ।