সাতক্ষীরা বরাবরই কৃষি প্রধান দেশ। আমাদের দেশের অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরার পরিচিতির শেষ নেই। কৃষি উৎপাদনকারী জেলা হিসেবে সাতক্ষীরা বিশেষ ভাবে পরিচিতি পেলেও গত কয়েক দশক যাবৎ এই জেলা মৎস্য চাষে এবং উৎপাদনে যথাযথ সাফল্য অর্জন করেছে। দেশ প্রতিবছর উৎপাদিত কৃষি ও মৎস্য বিশ্ব বাজারে রপ্তানী করে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। কৃষি আর মৎস্যের পাশাপাশি দেশ শিল্পে অনেক অনেকদুর এগিয়ে চলেছে আর শিল্প উৎপাদনেরও বিশেষ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে সাতক্ষীরা। এই জেলা নানান ধরনের কুটির শিল্প উৎপাদনের উর্বর ভূমিতে পরিনত হয়েছে। বাংলাদেশ প্রতি বছর তথা বছর বছর নানান ধরনের পন্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানী করে যে পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে তার মধ্যে কৃষি, মৎস্য এবং শিল্প রপ্তানীতে বিপুল পরিমান উপার্জিত অর্থ দৃশ্যতঃ সাতক্ষীরার অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা অর্থনীতিতে দেশের জন্য বিশেষ ভূমিকা পালন করে চলেছে। অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের ক্ষেত্রে পিছিয়ে নেই সাতক্ষীরা। দেশের অন্যতম বন্দর সাতক্ষীরার ভোমরায় অবস্থিত আর ভোমরা বন্দর প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করছে যা সরকারের রাজস্ব উপার্জন হিসেবে গণ্য হচ্ছে। বৈদেশীক মুদ্রার ন্যায় অভ্যন্তরীন উপার্জিত রাজস্ব দেশের জাতীয় অর্থনীতিতে জমা পরবর্তী দেশের অর্থনীতি ব্যাপক ভাবে সুসংহত হচ্ছে। বিশ্বের অনন্য অসাধারন সুন্দর, সৌন্দর্য আর সম্পদের অধিকারী সুন্দরবন এর বৃহৎ অংশ সাতক্ষীরা জেলাতেই অবস্থিত। আমাদের নয়ানভিরাম সুন্দরবন বিশ্ব ব্যবস্থায় অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে আলো ছড়াচ্ছে। সাতক্ষীরা এগিয়ে চলেছে এক সময়ের কৃষি প্রধান জেলা বর্তমান সময় গুলোতে কৃষির পাশাপাশি অরাপর সব আলোকিত ক্ষেত্রকে স্পর্শ করছে, এগিয়ে চলেছে সাতক্ষীরা।