মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

কৃষ্ণনগরে আগুনে পুড়ে ইলেকট্রনিক্সের দোকান ছাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

আব্দুল মাজিদ কৃষ্ণনগর থেকেঃ কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্সের দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনাটি গত বৃহস্পতিবার দিনগত রাত ১১ টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ মোল­ার পুত্র রবিউল ইসলাম। সরে জমিনে গেলে দৃষ্টিপাত কে বাজারের ব্যবসায়ী মাছুম বিল­াহ,নজরুল ইসলাম , আবু বাক্কার, ইয়াসিন আলী জানান, কালিগঞ্জ থানা পুলিশের একটি দল রাত্রি ইউনিয়ন পরিষদে অবস্থান করতে ছিল। হঠাৎ তারা দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করায় নাইট গার্ড সহ পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে সমবেত হয়। পরে বাজারের নাইট গার্ড, রবিউল সহ বাজারের বিভিন্ন দোকানদার,ও পার্শ্ববর্তী লোকজনকে অবহিত করায় দ্রুত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা আরো জানান, আগুনের লেলিহান শিখা দেখে আশ পাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । আগুনে দোকানের ছাউনির টিন গুলো ও শাটার পর্যন্ত ঝলসে গেছে। এ আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এ রকম আগুনের শিখা দেখিনি। আল­াহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের নিরলাশ প্রচেষ্টায় আগুন নেভাতে আমরা সক্ষম হযয়ছি। যদি আগুন নেভাতে আরো কিছুক্ষণ দেরি হতো তাহলে বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। ব্যবসায়ীদের অনেকে বলেন ,কালিগঞ্জ উপজেলার মধ্যে সব চাইতে বড় জন বহুল বাজার হচ্ছে কৃষ্ণনগর বাজার। অথচ এই বাজারে আগুন নেভানোর মতন কোন ব্যবস্থা না থাকায় তারা ক্ষোভ প্রকাশ সহ দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com