কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। শহীদ মিনারে শহীদ দের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জাতীয় পার্টি, জাগ্রত কৃষ্ণনগর সংগঠন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বালিয়াডাঙ্গা মাহমুদা দাখিল মাদ্রাসা, বন্ধন সংস্থা, ইউনিয়ন বিদ্যুৎ অফিস, বিএনপি সহ তার অঙ্গ সংগঠন, সহিল উদ্দিন এন্ড করিমুন্নেসা শিশু একাডেমী, অন্যান্য ক্লাব সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সংগঠন সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি ভালোবাসা জানান। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করে মাদ্রাসার সুপার ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মাওঃ মামুনর রশিদ এর সঞ্চালনায় হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আবু আইয়ুব আনসারী। পরিশেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এর মাধ্যমে দিবস টির কার্যক্রম শেষ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান।