কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জর কৃষ্ণনগর ইউনিয়নের কয়েক বার নির্বাচিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোছা: রাশিদা খলিল (৫৪) মঙ্গলবার রাত্রে মৃত্যু বরন করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বুকে ব্যাথা অনুভাব করায় তাকে শ্যামনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ইসিজির মাধ্যমে জানতে পারে হার্ট অ্যাটাক হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে আশা শুনি উপজেলার বুধহাটা নামক স্থানে পৌছালে সে মৃত্যু বরন করে। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। তাকে এক নজর দেখার জন্য সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভিড় জমায়। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। ২৫ ডিসেম্বর বুধবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কররস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন অধ্যাপক আলহাজ্ব মাওঃ নুরুজ্জামান হাবিবি। উল্লেখ্য মোছাঃ রাশিদা খলিল কৃষ্ণনগর ইউপির তিন বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা ছিলেন। হাস্যজ্জল, সদালাপি ও জনপ্রিয় মহিলা সদস্যের মৃত্যুতে কৃষ্ণনগর ইউপির সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।