ভ্রাম্যমান প্রতিনিধি ॥ কালিগঞ্জের পল্লীতে ৯০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন উজ্জ্বল ও তার ২ সহযোগী আলমগীর ও সাইদুলকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর শনিবার বিকালে কালিগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক তারক চন্দ্র দাস সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ইকবাল হোসেন উজ্জ্বল (২৮) এর বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ২ সহযোগী ও আটক হয়। উজ্জল কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের পুত্র। তার ২ সহযোগী আলমগীর হোসেন(২৩) হোসেনপুর গ্রামের নূর মোহাম্মদ মোড়লের পুত্র এবং অপর সহযোগী মো: সাইদুল ইসলাম (২৩) শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের মোঃ মুজিবর রহমানের পুত্র। আটকৃতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে ১৫ নং মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।