কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের পল্লীতে ঘাস মারা বিষ স্পে করে এক কৃষকের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ২ মার্চ রবিবার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোঁতা গ্রামের মৃত বাবর আলীর পুত্র নেছার আলী গাজীর ঢেড়স খেতে। এতে কৃষকের দুই লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ক্ষতিগ্রস্ত নেছার আলী দৃষ্টিপাত কে জানান, ‘রবিবার সকালে আমার আবাদি জমিতে ঢেঁড়শ উঠাতে গিয়ে দেখি ফসলের ব্যাপক ক্ষতির অবস্থা। ওই মাঠে শুধু আমার ঢেঁড়স ক্ষেত সাদা অন্যাদের জমির ফসল ঠিক আছে।’ তিনি আরো বলেন গ্রামের কিছু লোকের জমি লিজ নিয়ে ঢেঁড়স আবাদ করে জীবিকা নির্বাহ করেন তিনি। কারো সাথে তার কোন শত্রুতা নাই। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে তিনি।