কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ইকবাল বাহার বাচু মরণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আলহাজ্ব মাস্টার আব্দুস সাত্তারের পুত্র। মৃত্যুকালে সে পিতা স্ত্রী, ৮ ও ২ বছরের দুই কন্যা ৪ ভাই ,৩ বোন সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে নয় টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শুক্রবার আসরের নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।