রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কৃষ্ণনগরে জামাতে ইসলামীর ওলামা পরিষদের কমিটি গঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগরে জামাতে ইসলামীর ওলামা পরিষদের ২০২৫ ও২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওঃ আব্দুস সাত্তার আজাদী কে সভাপতি ও মাওঃ মোস্তফা মাহবুবুর রহমানকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২২ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় কৃষ্ণনগর ইউনিয়নের জামাতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে জামাতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাস্টার ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিভাগের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুস সামাদ তিনি তার আলোচনায় বলেন, আলেমগণ নবীগণের উত্তরসুরি আল্লাহর জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও অন্যায় জুলুম নির্যাতন পাপাচারকে রোধ করতে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি জনাব মাওঃ আব্দুল মোমেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি আলহাজ্ব মাওঃ নুরুজ্জামান হাবিবী। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মাওঃ রছিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল মাজিদ, বাইতুলমাল সম্পাদক মাওঃ খায়রুল আলম, প্রচার সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক মাওঃ জিয়াউর রহমান, প্রকাশনা সম্পাদক মাওঃ রাজগুল হোসেন। সদস্য মাওঃ হারুনার রশিদ, সদস্য মৌলভী সওকাত হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com