কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের কর্মী সভা গত ২৫ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে চারটায় ইউনিয়ন অফিস কক্ষে ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল বারী তিনি বলেন, “উলামায়ে কেরাম ইসলামী সমাজ গঠনের মূল স্তম্ভ। ইসলাম, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের ভূমিকা অপরিসীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিযদ সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশারফ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলাও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগন।