কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের পলীতে পৃথক অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড এবং অন্য একজন মহিলা বাগদা চিংড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। জানা গেছে গতকাল বেলা ১২ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুরে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে কৃষ্ণনগরের মাদক সম্রাট হারুন অর রশিদ এর স্ত্রী মুনজিলা পারভীন (৩৮) কে ১শ গ্রাম গাজা সহ আটক করে। অন্যদিকে হারুনের চাচাতো ভাই আজিজুল বিশ্বাসের স্ত্রী জবেদা খাতুন (৪০) কে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। পরবর্তিতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক কারবারি স্ত্রী মুনজিলা পারভীন কে ৬ মাসের জেল এবং জবেদা খাতুন কে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের জেল সহ ঘটনাস্থলে অপদ্রব্য পুশকৃত ১’শ ৫ কেজি বাগদা চিংড়ি নষ্ট করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তার প্রতিনিধি শাবিনুর রহমান, ইউপি সদস্য হুসাইন শেখ প্রমুখ ।