শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

কৃষ্ণনগরে মৌমাছির চাক বিষ প্রয়োগে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কৃষ্ণনগরে শত্রুতা মূলক ভাবে মৌমাছির আবাস স্থল নামক বাড়িটির মৌমাছির চাকগুলো বিষ প্রয়োগ করে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মৌমাছির চাকগুলো হারিয়ে বাড়ির মালিক এখন পাগল প্রায়। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে মৃত আলহাজ্ব আবু দাউদ আলী তরফদারের পুত্র আলহাজ্ব নজরুল ইসলামের বাড়িতে। জানা যায় সুন্দরবনের মৌমাছিরা তাদের নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নিয়ে ছে বাড়িটি। বিগত ১০ বছর ধরে আট মাসই চাক বেঁধে বাড়ি টিতে থাকে মৌমাছিগুলো। বাড়ি টির সামনের অংশে ৪টি চাকে বসবাস করে কয়েক লক্ষ মৌমাছি। মৌমাছির গুনগুন আওয়াজে মুখরিত থাকে সব সময়। বাজারের ভিতরে বাড়িটি হওয়ায় বাজার করতে আসা লোকজন প্রায়ই দেখতে আসে মৌমাছির চাকগুলো। কেউবা মনে করে আসে চাক গুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে যেন মৌমাছিগুলো। এই ভালোবাসা বন্ধন গড়ে উঠেছে ১০ বছর আগে। বাড়িটি এখন মৌমাছির বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে এলাকায়। এর মধ্যে দুর্বৃত্তরা গত ১৫ মে বুধবার দিনগত রাতের কোন এক সময় বিষ প্রয়োগ করে মৌমাছির চাকগুলো নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঝুলন্ত অবস্থায় আছে শুধু চাক মৌমাছিগুলো পড়ে আছে মাটিতে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে কৃষ্ণনগর বাজারে আসা হাজার হাজার লোকেরা। বাড়ির মালিক আলহাজ্ব নজরুল ইসলাম দৃষ্টিপাত কে জানান, গত ১০ বছর আগে হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে কয়েক টি মৌমাছির চাক এসে হাজির হয়। এর পর থেকে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে মৌমাছির দলগুলো বাড়িতে চলে আসে। দ্বিতল ভবন বিশিষ্ট বাড়ির বেলকনি, দেওয়াল সহ বিভিন্ন স্থানে চাক তৈরী করে। প্রতি বছরই এই মৌমাছির দলের আগমনের সংখ্যা বাড়াতে থাকে। গত বছরও মৌমাছির চাকগুলো ধ্বংস করে দিয়েছিল এ বছরও রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে চাক গুলো নষ্ট করে দিয়েছে। এই মৌমাছির চাকগুলো আমি মনে করি আমার পরিবারের অংশ তারা। মৌমাছির চাকগুলো হারিয়ে আমি যেন পাগল হয়ে গেছি। আমি প্রশাসনের কাছে জোর দাবি করিতেছি দুর্বৃত্তদের খুঁজি আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com