কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ করে তাহা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জের কৃষ্ণনগর বাজার সংলগ্ন এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী জানতে পারেন কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসাধু ব্যবসায়ী মৃত মনসুর আলী গাজীর পুত্র আজিজুল ইসলাম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে অপরিপক্ক আম পাকিয়ে বাজার জাত করার চেষ্টা করছে। এমত অবস্থায় আজিজুলের ফলের আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী এ সময় তার ফলের আড়ত থেকে বিশেষ কায়দায় ক্যারেটে ভর্তি রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক ৪০০ কেজি গোবিন্দ ভোগ আম জব্দ করে তাৎক্ষণিক গাড়ীর চাকায় পিষ্ট করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী বলেন সাতক্ষীরার আমের সুনাম বিশ্ব বাজারে সমুন্নত রাখতে হবে। বিভিন্ন প্রকার আম বাজারজাত করণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিক দ্রব্য মিশ্রিত করে আম পাকিয়ে তা বিক্রি করার জন্য দেশের বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করেছে। রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আম বাইরে থেকে পাকা মনে হলেও আসলে সেগুলো অপরিপক্ব। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। আমের মৌসুমের শুরুতে অভিযান পরিচালনা করে রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম বিনষ্ট করায় প্রশাসনের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহাল।