আব্দুল মাজিদ কৃষ্ণনগর থেকে \ কালিগঞ্জের পলীতে একটি রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ পৌঁছায় চরমে। স্থানীয়রা জানায় বারবার কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও এখনো পর্যন্ত সংস্কারের জন্য এগিয়ে আসেনি কেহ। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি শেখ হোসাইন ও মাস্টার ইউসুফ আলম এর কাছে দৃষ্টিপাত প্রতিনিধি জানতে চাইলে তিনি জানান দ্রুত সময়ের মধ্যে জন গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে। সরোজমিনে দেখা যায় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ১ ও ২ নম্বর ওয়ার্ডের সীমানার রাস্তাটির শেখ হসেন আলী কবিরাজের বাড়ি হইতে নবজাগরণ ক্লাব পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় দুর্ভোগের সম্মুখীন হচ্ছে ঐ রাস্তা দিয়ে চলা চল কারী বিভিন্ন ব্যবসায়ী সহ কয়েক শত মানুষ। রাস্তার বেশ কিছু জায়গায় ইট উঠে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া রাস্তার দুই ধারে ইট বসে নিচু হয়ে যাওয়ায় মাঝখানের রাস্তার ইট উঁচু হয়ে ওঠায় সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক সহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়তই। এমন কি পায়ে হেঁটে চলাচল করা ও দুর্বিসহ হয়ে পড়েছে। যে কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে অথচ এ রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন কালিকাপুর সিদ্দিকা দাখিল মাদ্রাসা, মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, নূরানীয়া কওমিয়া মাদ্রাসা, ৬৭ ও ৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর জামেয়া কাদেরিয়া মাদ্রাসায়, রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কয়েক শত কোমল মতি ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকে। এছাড়া কালিকাপুর খেয়াঘাট ও তালতলা হাটখোলায় অনেক লোক এ রাস্তা দিয়ে যাতায়াত করে। দুর্ঘটনার শিকার ছাত্র অভিভাবক আবুল বাশার মোড়ল, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু সাঈদ আবু নাঈম নূরানী মাদ্রাসার ছাত্র রিফাত তাসলিম বান্না রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ছাত্রী নাহিদা, আছমা প্রমুখ জানান এ রাস্তা দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে খুবই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এজন্য দ্রুত সময়ের মধ্যে যাহাতে রাস্তাটি সংস্কার হয় সেজন্য সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।