কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ উপজেলার কৃষ্ণনগরে ছয় মাস বয়সের শিশু পুত্র রেখে আয়েশা ছিদ্দিকা মিম (১৮) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে ইউনিয়নের শংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা সিদ্দিকা শংকরপুর গ্রামের নুরুজ্জামান তরফদারের স্ত্রী এবং একই উপজেলার মথুরেশ পুর ইউনিয়নের বসন্ত পুর গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে । পারিবারিক সুত্রে জানা যায়,২ বছর ৬মাস পূর্বে উপজেলার বসন্তপুর গ্রামের ছিদ্দিক হাওলাদারের মেয়ে আয়েশা ছিদ্দিকা মিম ও শংকরপুর গ্রামের রফিকুল তরফদারের বড় ছেলে নুরুজ্জামান তরফদারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। আর্থিক অনাটনের কারণে আয়েশার স্বামী নুরুজ্জামান(২২) ও তার ছোট ভাই মেহেরাব(১৬) বর্তমানে কুমিলাতে একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করছে। আয়েশা,শিশু পুত্র নাসিম ও আয়েশার শশুর, শাশুড়ী একত্রে বাড়িতেই বসবাস করে। মঙ্গলবার আয়েশা সকালে বাড়ির কাজে ব্যস্ত ছিল। তার শশুর ও শাশুড়ী আয়েশার শিশু পুত্র নাসিম(৬) নিয়ে পাশ্ববর্তী দোকানে গেলে ফাঁকা বাড়িতে বসত ঘরের আড়ার সাথে উড়নার পেচিয়ে ফাঁস লাগিয়ে আয়েশা আতœহত্যা করে। আয়েশার স্বামী নুরুজ্জামানের পরিবারের দাবি তাদের সংসারে অভাব অনাটন লেগেই থাকত, এ কারনে আয়েশা আআতœহত্যা করতে পারে। তবে আয়েশার পরিবারের দাবি তাদের মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ -পরিদর্শক নকিব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে উপ পরিদর্শক নকিব সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ওঠায় ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।