কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দাখিল ও এসএসসি পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। এ বছর অত্র ইউনিয়নের ৪ টি মাদ্রাসা হইতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫ জন। এর মধ্যে পাশ করেছে ৮৮ জন। পাশের হার ৯২,৬৩ %। ৪ টি মাধ্যমিক বিদ্যালয় হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯ জন। এর মধ্যে পাশ করেছে ১৫৩ জন। পাশের হার ৯৬,২২%। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জানা যায় কালিকাপুর সিদদীকিয়া দাখিল মাদরাসা হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন। এর মধ্যে এ + ৪ এ ১২ এ –১২ বি ৪ সি ৫ অকৃতকার্য ৩ জন পাশেরহার৯২’৫% বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা হইতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৮ জন এর মধ্যে এ ৪ এ — ২ বি ৩ সি ৭ অকৃতকার্য ২ জন। পাশের হার ৮৯%। মানপুর মহিলা দাখিল মাদরাসা হইতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭ জন। এর মধ্যে এ ১৪ এ — ৩ জন। পাশের হার ১০০%। মোহাম্মদ নগর দারুস সুন্নাত দাখিল মাদরাসা হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন এর মধ্যে এ ১১ এ — ১ বি ২ সি ৪ অকৃতকার্য ২ জন। পাশের হার ৯০ %। নবযুগ শিক্ষা সোপান হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২ জন। এর মধ্যে এ + ১ এ ১৪ এ –৮ বি ৩ সি ৬ জন পাশের হার ১০০%। রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ জন। এর মধ্যে এ + ৩ এ ৪ এ –৩ ডি ৬ জন। অকৃতকার্য ১ জন পাশের হার ৯৪,১২% । নেংগী মাধ্যমিক বিদ্যালয় হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫ জন। এর মধ্যেএ + ৬ এ ১৭ এ–৬ বি ৮ সি২ ডি ২ অকৃতকার্য ৪ জন পাশের হার ৯১,১১%। কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হইতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৫ জন। এরমধ্যে এ + ৫ এ ২৭ এ — ১২ বি ১৩ সি ৬ ডি ১ অকৃতকার্য ১ জন পাশের হার ৯৮,৪৬ % । উল্লেখ্য এ বছর কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষায় কালিগঞ্জ উপজেলায় শীর্ষ স্থান অধিকার করেছে।