কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন মারাত্মক জখম হয়েছে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৬ টার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কালিকাপুর গ্রামের মোস্তফা স্বর্ণকার গং দের সাথে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী আবুল কাশেম গাইনের পুত্র দের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । কিছুদিন আগে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । উক্ত সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । সংঘর্ষে মোস্তফা স্বর্ণকার গং রা বেশি আঘাত প্রাপ্ত হয় । যে কারণে প্রতিশোধ নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য । যার পরিপ্রেক্ষিতে গতকাল আবুল কাশেম এর পুত্র আব্দুস সামাদ ৪৫ এবং আব্দুস সামাদ এর পুত্র আব্দুর রকিব বাজারে কাঁচামাল বিক্রি করতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে তাদের মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা পড়ে যায় মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় । উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।