কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ উপজেলার কৃষ্ণনগর বাজারের গার্মেন্টস মার্কেটে আগুন লেগে অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) রাত্র ৮ টা বেজে ৪০ মিনিটের দিকে অনন্যা গার্মেন্টসের ভিতরে আগুনের সুত্রপাত ঘটে পাশ্ববর্তী দোকানীরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। কিন্তু পাশ্বে কোন পানির উৎস না থাকায় সাধারণ জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়ে পাশ্ববর্তী গার্মেন্টসের দোকান গুলো থেকে দ্রুত মালালান সরিয়ে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কালিগঞ্জ এর দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। কিন্তু তততক্ষনে অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অনন্য বস্ত্রালয়ের স্বত্বাধীকারী দীপংকর দেবনাথ জানান তার দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার মালালাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের কালিগঞ্জ স্টেশন ম্যানেজার বিল−াল হোসেন বলেন আমরা খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তবে আগুনের সুত্রপাত কিভাবে হল সেটি তদন্ত সাপেক্ষে ছাড়া বলা যাবেনা। তবে সাধারণ জনতা মনে করছে বিদুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।