বয়স বাড়ছে, পারফরম্যান্স নেই আগের মতো। যেকোনো সময়ই যেতে পারেন অবসরে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারত জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে বহাল তবিয়তেই আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে দুইজনেরই বেতন সাত কোটি রুপি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ জন খেলোয়াড়ের তালিকায় চার গ্রেডে আছে একঝাঁক নতুন মুখ। শৃঙ্খলাজনিত অভিযোগ কাটিয়ে আবারো বিসিসিআইইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ। সোমবার ২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিসিআই। পারিশ্রমিকের ভিত্তিতে খেলোয়াড়দের চারটি বিভাগে ভাগ করা হয়েছে- ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। যেখানে চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ। ‘এ’ ক্যাগরিতে উর্ত্তীণ হয়েছেন রিশভ পান্ট আর প্রথমবারের মতো এই তালিকায় ঢ়ুকেছেন সাত নতুন মুখ। চলতি বছরের চুক্তিতে মাত্র চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। তারা হলেনÑবিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। যেখানে এ+ গ্রেডের বার্ষিক বেতন সাত কোটি রুপি। গ্রেড ‘এ’ বা ৫ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও রিশভ পান্ট। ‘বি’ ক্যাটাগরিতে আছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জাইসওয়াল, শ্রেয়াস আইয়ার। যাদের বার্ষিক পারিশ্রমিক তিন কোটি রুপি। সবশেষ ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বার্ষিক বেতন পাবেন ১ কোটি রুপি। এই তালিকায় আছেন ঈশান কিষাণ, স্যাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীরা। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন মোট সাতজন। এই তালিকায় আছে রজত পতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী।