বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক হলেন আশাশুনির ইসরাফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মনোনীত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ সেশন ও বঙ্গবন্ধু হলের মেধাবী শিক্ষার্থী সরদার মোঃ ইসরাফিল। সে আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মৃত দিছার আলীর পুত্র। ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। ইতিপূর্বে ইসরাফিল ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক ও ২০১৮-২০২২ সাল পর্যন্ত হল ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কমিটির উপ কৃষি বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ির এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। ইসরাফিল জানান, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ শেখ হাসিনার হাত ধরে উন্নত-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের গর্বিত অংশীদার হওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন যাত্রায় আমি সকলের দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com