বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য হলেন ঢাকা সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার শাদমান সাকিফ রেজা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। শাদমান পারিবারীক আওয়ামী পরিবারের সদস্য। তার দাদা আছাদুল হক ও নানা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম জেলা আ’লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। ইতিপূর্বে শাদমান সাকিফ ঢাকা সিটি কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের দিয়েছেন। এছাড়াও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্ত্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন। -প্রেস বিজ্ঞপ্তি