মোঃ মাসুদ রায়হান \ কেশবপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও মজিদপুর ইউনিয়নের কমিউনিটি লিডারের আয়োজনে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব করার লক্ষে মুখোমুখী সংলাপ সোমবার সকালে উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংলাপে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাদাতা, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মুখোমুখী সংলাপে অংশ নেন। উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিত্যানন্দ দাসের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস ও প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য। মুখোমুখী সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।