কেশবপুর যশোর প্রতিনিধি ॥ কেশবপুরের সাবেক এমপিরা কে কোথায়? এই প্রশ্ন এখন যশোর-৬ কেশবপুর আসনের সকল ভোটারের ও জনসাধারণের। দেশে কোটার দাবী ও বৈসাম্য বিরোধী আন্দোলনের ফলে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এসময়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আন্দোলন কারীদের বিক্ষোভ চলাকালীন তাদের রোষানল থেকে বাঁচতে তাঁর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে পার্শবর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে বাধ্যহন। সেই সাথে জাতীয় সংসদের সকল এমপিরাও কেউ দেশ ত্যাগকরে পালিয়ে যান কেউ আবার দেশের ভিতরে আত্নগোপনে চলেযান। তাছাড়া গতকাল ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক দিবসের দিনেও কোনো এমপিকে তাদের এলাকায় দেখা যায়নি। সেই সাথে যশোর-৬ কেশবপুর আসনের সদ্য বিলুপ্ত হওয়া সাংসদের সদস্য খন্দকার আজিজুল ইসলাম ও সাবেক এমপি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেউ তার পর থেকে আর দেখা যাচ্ছে না। স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে আলাপ কালে জানাগেছে গেছে শেখ হাসিনা সরকারের পতনের পরে সাবেক এমপি শাহীন চাকলাদার দীর্ঘদিন দেশের ভিতরে আত্নগোপনে ছিলেন। এরপরে সম্প্রতিকালে তিনি বেনাপোল সীমান্তের বর্ডার দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময়ে ডিবির সদস্যরা তাকে আটক করেন। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে আছেন বলে তার ঘনিষ্ঠ জনরা জানিয়েছেন। তিনি এমপি থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বানিজ্যসহ সরকারের বিভিন্ন খাতের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এদিকে সদ্য বিলুপ্ত হওয়া স্থানীয় এমপি খন্দকার আজিজুল ইসলাম ঢাকাতে আত্নগোপনে আছেন বলে তাঁর আপন ভাই খন্দকার তৌহিদুল ইসলাম জানিয়েছেন। তাঁর বিরুদ্ধেও নিয়োগ বানিজ্যের ও সরকারের অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে।