কেশবপুর (যশোর) প্রতিনিধি \ কেশবপুরের সূচনা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সূচনা প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য প্রভাষক রুবিয়া খানম ও আব্দুস সাত্তার।