কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা শেখ তৈয়বুর রহমান মিলন এর বাড়ি থেকে কলারোয়া থানার তরুলিয়া গ্রামের প্রবাসী রফিকুল গাজীর প্রায় ২ লক্ষ টাকার এড়ে গরু উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পর রফিকুল গাজীর স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় মিলনসহ চারজনকে আসামি করে একটি চুরির মামলা করেন যার নাম্বার-৬ /-৫/৭/২৪ ইং। ০৮ জুলাই সোমবার সকালে মিলন মেম্বার সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এ ঘটনায় বরণডালি এলাকায় সাধারণ মানুষের ভিতরে একটি স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী জানান শুধু গরু চুরি নয় সে বরনডালী মাধ্যমিক বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি থাকাকালীন সমায়ে চাকুরী দেওয়ার নামে বরনডালী গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল কাশেম সোহাগের কাছ থেকে ৪ লক্ষ্য টাকা,গাজনাসহ বিভীন্ন যায়গার মানুষের নিকট থেকে ৫০ লক্ষাধিক টাকার বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে ভুক্ত ভুগীরা টাকা চায়তে গেলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন হামলা মামলা করার হুমকি দিয়ে উপর মহলের তাবিদারি করে চলে আ’সছিল। ভুক্ত ভূগিসহ এলাকাবাসীর দাবি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। ৯০ যশোর ০৬ কেশবপুর আসনের সাংসদ সদস্য মাননীয় এম পি জনাব খন্দকার মো: আজিজুল ইসলাম (আজিজ) মহোদয়ের নিকট ভুক্ত ভুগীদের আকুতি বরনডালী মাধ্যমিক বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি থাকা কালীন সমায়ে যে টাকা আত্মসাৎ করেছে সেই টাকা ফেরত পেতে আপনার সহযোগিতার মাধ্যমে যেন ভুক্তভূগীরা সুফল পেতে পারে সেই বুক ভরা আশা নিয়ে অসহায় মানুষগুলো আপনার প্রতিক্ষায় বসে থাকবে বলে জানিয়েছে।