কেশবপুর (যশোর) ব্যুরো \ তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে কেশবপুর উপজেলার হাসানপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টায় কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান রুমির সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরদার, কেশবপুর উপজেলার জামাতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী স্যার, ইউপি সদস্য ও নেতা ১নং ওয়ার্ডে বিএনপি সভাপতি এসএম হেকমত আলী, মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামসুন্নাহার। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার ট্যাগ অফিসার,ইউ পি সদস্য আশরাফুজ্জামান, বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, বগা শাহ ক্বারারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ কামরুজ্জামান, সহকারী—অধ্যাপক শিক্ষা ঐক্য জোটের সভাপতি ও কৃষক দলের সভাপতি আবু হাসান সহ হাসানপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, ভলিবল, ব্যাডমিন্টন, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাসানপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাসানপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।