শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেশবপুরে আপন খালাতো ভাই বোন পুকুরে ডুবে মারা গিয়াছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ যশোর কেশবপুরে পুকুরে পানিতে ডুবে সাকিন হোসেন ও মালিহা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাগেছে কেশবপুর থানাধীন হাসানপুর গ্রামের মৃত্যু মজিবার রহমান (মর্জি)দপ্তরী এর দুই মেয়ে মুক্তা ও পিংকি দুজন চাচাতো ভাই এর বিয়েতে আসে। সঙ্গে তাদের ছেলে ও মেয়ে মামার বিয়ে তে আসে। পিংকি ছেলে সাকিন ও মুক্তার মেয়ে মালিহা দু’জন খেলা -দুলা করে পুকুর পাড়ে তাদের জুতা রেখে পুকুরের নামে গোসল কারার জন্য। পুকুরে থেকে ডাঙ্গা উঠটে পারিনি দু খালাতো ভাই বোন,পুকুরে ডুবে সাকিন হোসেন (৮) ও মালিহা খাতুন (৬)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৫ আগস্ট ২০২৪ ইং) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার সোহাগ হোসেনের ছেলে সাকিন হোসেন (৮) ও কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৬)। নিহতরা সম্পর্কে আপন খালাতো ভাইবোন। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com