বিলাল হুসাইন কেশবপুর থেকে ফিরে ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় গত ১১ সেপ্টেম্বর প্রথম পাতায় “কেশবপুরে মাকে বাগানে ফেলে রেখে ছেলেদের রাজকীয় জীবন যাপন” শিরোনামে একটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক তিনি বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনকে ফোন করে ভিকটিমকে ঘরে তুলে নেওয়ার জন্য নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন উক্ত ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়েও কোন কাজে আসেনি। পরবর্তীতে কেশবপুর থানাকে অবহিত করলে ইউএনও নির্দেশে পুলিশ হতভাগা মাকে ঘরে তুলে দিয়ে আসেন। কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার তাৎক্ষনিক এমন দূরদর্শিতা পদক্ষেপের কারণে এলাকাবাসী স্যারকে অভিনন্দন জানিয়েছেন।