কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুরে একই রাতে ৬ লক্ষ টাকার ৪ গরুসহ পৃথক ৪ স্থানে চুরি সংঘটিত হয়েছে।ফলে এলাকায় চোর আতংক বিরাজ করছে। জানা গেছে,শুক্রবার দিনগত রাতে সংঘবদ্ধ চোরেরা কেশবপুর শহরের সরফাবাজ গ্রামের জালাল উদ্দীনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে ৩ লক্ষ টাকা মূল্যের ২ টি বিদেশী জাতের গরু চরি করে নিয়ে যায়। একই রাতে আলতাপোল গ্রামের মিস্ত্রি পাড়ার রমেশ চন্দ্র সিং এর বাড়ী থেকে বিদেশী জাতের আরো ২ টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। শুধু গরু চুরি নয় সংঘবদ্ধ এই চোরেরা একই রাতে আলতাপোল ২৩ মাইল কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে সৌর বিদ্যুতের ১টি ব্যাটারী ও আলতাপোল পূর্বপাড়া জামে মসজিদের দানবক্র ভেঙ্গে নগত টাকা চুরি করে নিয়ে যায়। এক রাতে একাধিক বাড়ীতে চুরির ফলে এলাকাবাসীর মধ্যে এক ধরনের চোর আতংক দেখা দিয়েছে। ভুক্তভোগীরা চুরি বন্ধে চোর চক্রের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।