শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেশবপুরে খোপদহি আইপি এম কৃষি সমবায় সমিতির উদ্যোগে লিডারশীপ সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কেশবপুর ব্যুরো \ ‎কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে লিডারশীপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ই এপ্রিল ২০২৫ ইং সোমবার সকালে ভান্ডার খোলা দাখিল মাদ্রাসা চত্তরে খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে পহেলা বৈশাখ বাঙালি নববর্ষ উৎসব মুখে পরিবেশে লিডারশীপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‎সেমিনার দলের লিডারশীপ ও সদস্যদের নিয়ে মহিলাদের বালিশ খেলা,টেনিস বল খেলা,হাঁড়িভাঙা খেলা আয়োজন করেছে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‎খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির মহা পরিচালক এম এম সাজ্জাদ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির প্রধান উপদেষ্টা জনাব আছানুর রহমান, আসাদুজ্জামান আইন ও প্রসাসন বিভাগ, মাস্টার আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, জিএম জুলফিকার আমিন, সাংবাদিক নাছির উদ্দীন ও উপদেষ্টা মন্ডলী। ‎আরো বক্তব্য রাখেন খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সহ—সভাপতি ওবায়দুল ইসলাম, রেজাউল করিম ম্যানেজার, ফেরদাউসুল আলম সুপার ভাইজার, সাগরদাঁড়ী অফিসের ম্যানেজার মামুন রবি, তানিয়া খাতুন একাউন্ট অফিসার, কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ প্রমুখ। ‎উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনি, জাহিদুর রহমান, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির দলনেতা ও সদস্যগন। ‎প্রধান বক্তা বক্তব্য বলেন আমাদের এ প্রতিষ্ঠান ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত। আমর কোন নগদ টাকা/ লোনের টাকা হিসেবে মালামাল ক্রয় বা খরিদ বাবদ দিয়ে থাকি, শরিয়াহ বোর্ডের সিন্ধান্ত মোতাবেক আমদের কার্যক্রম পরিচালিত। ‎এ প্রতিষ্ঠান আপনাদের এর মালিক আপনারা। যত বেশি সঞ্চয় করবেন তত লাভবান হবে। অনুষ্ঠানে শেষে যারা বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করছিলেন। বিজয়ীদের মাঝে পুরষ্কার উঠিয়েদেন অতিথীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com