কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের ও সাগরদাঁড়ি বাজারের তরুণ ব্যবসায়ী ফনি হালদারের সাড়ে ৭ বছরের মেয়ে তনশ্রী হালদার ও ১৮ মাস বয়সের ছেলে রিতম হালদার গত শনিবার বিকালে বাড়ির উঠানে এক প্রতিবেশী ধান সিদ্ধ করে কড়াই উঠিয়ে নিয়ে গেলে উঠানে দৌড়া দৌড়ি করে খেলা করার সময় অসাবধান বসত ধান সিদ্ধ করা ঐ জলন্ত চুলায় আপন দু ‘ ভাই বোন পড়ে যেয়ে সারা শরীর আগুনে দগ্ধ হয়। মারাত্ক ভাবে আহত দু’ ভাই বোন কে তাৎক্ষনিক ভাবে নিয়ে তাদের যশোর সদর হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দু ‘ দিন চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ও তিনদিন চিকিৎসার পর বসুন্ধরার এভো কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় গতকাল (আনুমানিক) সকাল ৫টার সময় রিতম হালদার মারা যায়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চিকিৎসাধীন তনশ্রী হালদার একটু সুস্হ হয়েছে। তাকে ও গতকাল তার মৃত ভায়ের সাথে বাড়ি আনা হয়েছে।