কেশবপুর (যশোর) ব্যুরো ॥ কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ২ জানুয়ারি সকালে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট, হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাহাবুবুর রহমান, অফিস সহকারী রুবেল হোসেন-সহ ফিল্ডে দায়িত্বরত সকল সমাজকর্মী বৃন্দ।