কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় ইসলামিক রিলিফ, সুইডেন এর অর্থায়নে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক ও অ্যাডভোকেট মিলন মিত্র। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উৎপল দে, কপোতাক্ষ মহিলা সমিতির নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, পরিত্রাণ এর প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, দলিতের মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, সদস্য তাপস কুমার, মীনা দাস, দলিতের মোবিলাইজার উত্তম মন্ডল, নিকোলাস মিস্ত্রী, প্রকল্প অফিসার লক্ষী দাস প্রমূখ।