রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেশবপুরে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণ অলংকার সহ ৫ লাখ টাকার চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলার সাতাশকাটি গ্রামে দিনের বেলায় ব্যবসায়ী তাপস কুন্ডুর বাড়িতে ঘরের তালা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণ অলংকার সহ ৫ লাখ টাকার চুরি সংঘটিত হয়েছে। কেশবপুর থানায় অভিযোগ সুত্রে জানা গেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের মৃর্নাল কুন্ডুর পুত্র কেশবপুর পৌর শহরের সর্ণপট্টিতে কুন্ডু স্টোরের মালিক তাপস কুন্ডুর বাড়িতে দিন দুপুরে দূর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। তাপস কুন্ডু দৈনিক দৃষ্টিপাতকে বলেন তার নানিকে বাড়িতে রেখে পরিবারের লোকজন খুলনার ফুলতলাতে তাদের গ্রামের বাড়িতে যায়। দুপুর বেলায় তার নানি প্রতিবেশীর বাড়িতে এক সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য ঘরে তালা লাগিয়ে সেই অনুষ্ঠানে যায়। এই সুযোগে চোরেরা তাদের বাড়িতে গিয়ে ঘরবাড়িতে প্রবেশ করে আলমারীর তালা ভেঙ্গে সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনাসহ নগদ দুই লাখ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাপস কুন্ডু এবিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত ভাবে চুরির অভিযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com