কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিকরণে নেটওয়ার্কিং উন্নয়ন কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় ইসলামিক রিলিফ সুইডেসের অর্থায়নে সিএসও, সিবিও,সুশিল সমাজ প্রতিনিধি, যুব ফোরাম, সরকারী-বেসরকারী-সহ অধিকার ভিত্তিক সংগঠন নেটওয়ার্ক কর্মসূচী বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপ-সহকারী কৃষি অফিসার মিলন কুমার দাস, কপোতাক্ষ মহিলা ও যুব সমবায় সমিতির নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি মিনা দাস, দলিতনেতা দীলিপ দাস, বাসন্তী দাস প্রমুখ। কর্মশালায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারী-বেসরকারী সকল সেক্টরের সহযোগিতা কামনা করা হয়।