কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় রেখসোনা বেগমের জমজ দুই বাচ্ছা (হাসান + হুসাঈন) এর জন্য খাওয়ার প্যাকেট দুধ প্রদান করা হয়েছে। ০৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রোখসানার বেগমের হাতে প্যাকেট দুধ তুলে দেন হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এ্যাডমিন বাবু বিশ্বাস, এসময় উপস্থিত ছিলেন, একটিভ রক্তযোদ্ধা হাসিবুল ইসলাম সজল,মাছুম বিল্লাল,এনামুল কবির সবুজ ,দীপ প্রমুখ। উল্লেখ্য, কেশবপুর উপজেলার ত্রিমোহিনি ইউনিয়নের মির্জানগর গ্রামের রোখসানা বেগমের পেটে সন্তান থাকা অবস্থায় তার স্বামী মারা যান এবং তিনি বাবার বাড়িতে অবস্থান করেন। স্বামী মারা যাওয়াতে তার খুব কষ্টে জীবনযাপন করছিলেন। জমজ দুই বাচ্ছা শিশুরা মায়ের বুকের দুধ না পাওয়ায় ও আয় রোজগার না থাকায় দুধ কিনতে হিমশিম খাচ্ছিলেন রোখসানা বেগম। এমতাবস্থায় বিষয়টি জানতে পারেন কেশবপুরের একদল রক্তযোদ্ধা স্বেচ্ছাসেবী টিম। এবং সকলের সহযোগীতায় ও সংগঠনের নিজস্ব তহবিল থেকে আগস্ট মাসের ১ তারিখ মঙ্গলবার জমজ দুই বাচ্ছা হাসান হুসাইনের জন্য এক মাসের দুধ, ও তার পরিবারের জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী প্রদান করেন।