কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে বিজ্ঞ আদালতের রায় পেয়ে পৈতৃক সম্পত্তিতে ঘর বানাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মৃত আদ্দাশ মোড়লের ছেলে মোকবুল হোসেন মঙ্গলকোট মৌজার ৩১৫৫ দাগের ৩৪ শতক পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ওই জমি দখলে নিতে একই গ্রামের সাজ্জাত মোড়ল, মাহফুজ মোড়ল, মামুন মোড়ল, সজিব মোড়ল, আজিজুর মোড়লসহ একদল ব্যক্তি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ওই জমি নিয়ে বিজ্ঞ অদালতে প্রায় ৩১ বছর মামলা চলমান ছিল। গত প্রায় ৩ বছর পূর্বে বিজ্ঞ আদালত মোকবুল হোসেনের পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায় পেয়ে ও দখল সুত্রে ওই জমিতে ১৮ ডিসেম্বর পাকা ঘর নির্মান শুরু করে মোকবুল হোসেন। খবর পেয়ে সাজ্জাত মোড়লের নেতৃত্বে উল্লেখিতরা লোহার রড ও বাশের লাঠি দিয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে। তাদের হামলায় মোকবুল হোসেনের ছেলে মহিন উদ্দীন( ৪২) ও শাহিন উদ্দীন (৩৭) গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর মোকবুল হোসেন কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।