কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় এবং দলিতের বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিতের মোবিলাইজার নিকোলাস মিস্ত্রির সভাপতিত্বে “নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস।