কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে বিল নার্সারী ও দেশীয় প্রজাতির মাছের পোনা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের অর্থায়নে ঐ উপকরণ বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার পরিমল চন্দ্র পাল, মেরিন ফিশারিজ অফিসার অর্পিতা বিশ্বাস প্রমুখ। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকার বাওড় মর্শিনা ও ফতেপুর এলাকার বিল মথুরায় রুই জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য জাহানপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং বিল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতিকে মাছের রেণু, চুন, ইউরিয়া, টিএসপি, রোটেনন, নেট, ফিড, খৈল ও খুঁটিসহ সাইনবোর্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার কন্দর্পপুর গ্রামের মাসুম বিল্লাহকে ১০ হাজার পিচ গুলশা মাছের পোনা ও ১২০ কেজি খাবার দেওয়া হয়।