কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটী দক্ষিণ খাঁ ও পূর্ব মোড়ল পাড়া নতুন জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ক্বারী মাওঃ সুলতান আলম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা সাবেক মেম্বার ও সমাজ সেবক সহকারী শিক্ষক মাওঃ ইলিয়াসুর রহমান( বগা)।বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, মাওঃ মনিরুল আলম মুহতামিম বাউশলা হাজী আব্দুল ওয়াহাব মাদ্রাসা)। মাওঃখবির উদ্দীন, মাওঃসালাউদ্দীন ইউসুফ,মাওঃহাঃমাওঃ সাইফুল ইসলাম, আবু জাফর, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,জহুর আলী মোড়ল মোয়াজ্জিন অত্র মসজি, মহসিন অত্র মসজিদ আকছেদদ আলী মোড়ল, মহসিন আলি খাঁ সভাপতি অত্র মসজিদ, রতুল্লাহ মোড়ল,হাফেজ সিরাজুল ইসলাম, জমি দাতা হাসান আলী খাঁ,ও আজগর আলী খাঁ, শহিদুল ইসলাম, আবু বক্কর মোড়ল, মতিয়ার সরদা, শফিকুল, রায়হান,মহিদুল মোড়ল, আমজাদ আলী খাঁ,কামরুজ্জামান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলী হামজা তার সহকর্মীরা সঞ্চালনা ছিলেন মোঃনাছির উদ্দীন ইমাম ও খতিব অত্র মসজিদ মহল্লা ও এলাকাবাসী প্রমুখ। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা সুলতান আলম ।