কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সড়কে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার কার্যালয়ে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে কম্বল বিতরণ করেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির বিজনেস ডিভেলপমেন্ট ম্যানেজার গাজী জগলুল মোর্শেদ, রিক্স ম্যানেজার ব্র্যাক ব্যাংক পিএলসির মোঃ ইউসুফ আলী শেখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ইউনিট ইনচার্জ মোঃ মামুনুর রশীদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ২ শত শীতার্ত মহিলা পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবিদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।