কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে মঙ্গলবার সকালে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বল্প আয়ের জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সরকারের সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা কেশবপুর উপজেলায় বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, ডা. সৌমেন বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।