বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে সায়া বৃক্ষ নার্সারি স্বল্প সময়ে সাবলম্বী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

একে সোহাগ, কেশবপুর যশোর থেকেঃ যশোররের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গনির মোড়ে অবস্থিত সায়া বৃক্ষ নার্সারি স্বল্প সময়ে সাবলম্বী প্রোপ্রাইটর মোঃ আবু বক্কার সিদ্দিক তিনি ২০১৮ সালে মাত্র ৫০০০০ টাকা নিয়ে শুরু করেন বিভিন্ন ফুল ও ফল ফলাদির নার্সারি ব্যবসা, নাম দিয়েছেন (সরদার ছায়া বৃক্ষ নার্সারি)। নিজ জেলা সহ বিভিন্ন জেলা উপজেলায় নার্সারি চারা বিক্রি করে থাকেন তিনি। আবু বক্কার সিদ্দিক, সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা জায়গা লিচ নিয়ে প্রথম ব্যবসা শুরু করেন পাঁচ বছর আগে, এখন তার তিনটি নার্সারি বাগান ফুল ফলাদির চারা বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার নার্সারি চারা তার বাগানে আছে। যে সমস্ত ফুল ও ফলাদির চারা তার বাগানে পাওয়া যায়, তার কিছু নাম দেওয়া হল। কমলালেবু দার্জিলিং কমলা লেবু, চায়না কমলা লেবু, নাগপুর কমলা লেবু, সিলেট নেট কমলা ম্যান্ডোলিনা,, পয়সা মালটা, ব্যারাকাটা মালটা, কাগজি লেবু ১২ মাস, থাই কাগজি, সুগন্ধি লেবু, ইন্ডিয়া কাগজি লেবু ১২ মাস। পেয়ারা থাই, পেয়ারা গোল্ডেন ৫,৭,৮, লটকন ফল, চায়না ৩ লিচু, বেদানা লিচু, মোজাফফর লিচু। থাই জামরুল, সাবেদা দেশি-বিদেশি, কদবেল, কলম কদবেল, কুল নারকেল, কুল কাশ্মেরীআপেল, বাউ কুল, গাজীপুর টক কুল, দেশি-বিদেশি বিভিন্ন প্রকারের আম, জলপাই, আমলকি, সুপারি, নারকেল, আইস ফল, আঙ্গুর দেশি-বিদেশি, বেদানা, চালতা এর নার্সারি চারা পাওয়া যায়। শুধু ফল নয় সেখানে বিভিন্ন প্রকারের ফুল গাছের নার্সারি চারা পাওয়া যায় যেমন রঙ্গন, চায়না রঙ্গন, হাসনাহেনা, কামিনী, গন্ধরাজ, শিউলি ফুল, মিনি টগর, ইনকা, চায়না গন্ধরাজ, ইন্ডিয়া সেলোশিয়া, ক্যালেন্ডুলা, ডাইন থাস, গোলাপ দেশী বিদেশী স্প্রাইট, চন্দ্রমল্লিক কসমস রজনীগন্ধা সহ প্রায় ৪০ থেকে ৫০ প্রকারের ফুল গাছের নার্সারি চারা পাওয়া যায়। বাগান বিলাস, রেনটি, মেহগনি, লম্বু, আকাশ, বকুল, অর্জুন, কাঁঠাল, হরতকি, বয়রা বট ও পাকড় এর চারা পাওয়া যায়। নার্সারীর প্রোপ্রাইটার মোঃ আবু বকর সিদ্দিক জানান বর্তমান তাঁর নার্সারিতে যে ফুল ও ফলাদির নার্সারির চারা আছে ঠিকঠাক ভাবে বিক্রয় করতে পারলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক বিক্রি করা যাবে। আরো জানান যদি সরকারের পক্ষ থেকে কোন ধরনের আর্থিক সহযোগিতা পায় তাহলে তার নার্সারি বাগানটি আরো বড় করে সারা দেশব্যাপী তার নার্সারির চারা বিক্রয় করতে পারবেন। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার থেকে লোকজন এসে তার সরদার ছায়া বৃক্ষ নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা কিনে নিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com