কেশবপুর ব্যুরো \ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আগামী ২৭ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের যশোরে আগমন উপলক্ষে হাসানপুর ইউনিয়নে বুড়িহাটী ও হাসানপুর বাজার স্বাগত মিছিলে আলোচনা করছেন ১১নং হাসানপুর ইউনিয়ন জামাত ইসলামি আমির মাস্টার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মাওলানা ইলিয়াসু রহমান, কোষাধ্যক্ষ মাওঃ আফসার উদ্দীন, জামাত ইসলামী ওলামা পরিষদের সভাপতি মাওঃ আমিনুর রহমান, যুব জামাতের কেশবপুর উপজেলা সহ সভাপতি মাস্টার আব্দুল রাজ্জাক, পেশা জীবির সভাপতি আঃ সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান যুব জামাতের সভাপতি আলী হুসাইন বাবুল, সাধারণ সম্পাদক মাওঃ সালাউদ্দিন ইউসুফ, শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম, মাওঃ খবির উদ্দীন, ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারী ও ছাত্র শিবির দায়িত্ব শীল ও জামাতের কর্মীবৃন্দ প্রমুখ।