কেশবপুর ব্যুরো \ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে শুক্রবার বিকালে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা সভাপতি মোঃ আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন যশোর জেলা সেক্রেটারী অধ্যাপক খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা আমীর অধ্যাপক মোঃ মুক্তার আলী, যশোর জেলা শুরা সদস্য মাওলানা আব্দুস সামাদ, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, কেশবপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ অলিউল্লাহ, কেশবপুর কাঠ ফার্নিচার ট্রেড ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুর রহমান প্রমুখ।